পশ্চিম আকাশের গোধূলিতে,
পুরাতন আমলের শান বাঁধানো ঘাটে
বসে থাকি, আজও সে দীর্ঘ অপেক্ষায়
বিশাল দিঘির ওপারে সেই নির্জন বটগাছ।
প্রৌঢ়ত্বে দাঁড়িয়ে থাকতে দেখি মুখোমুখি,
তখন ভয় হয়, একটুতেই গা-ছমছম করে!
জনমানবহীন পোড়বাড়ি গল্প শোনায়
বাদুড় ওড়ে, কর্কশ স্বরে পেঁচা ডাকে,
নির্বাক অন্ধকারে ডুবে যায় বাহির।
সেই অন্ধকার মনের গহ্বরে জেগে ওঠে
এক অদ্ভুত অনুভূতি সৃষ্টির আগমন।
পুরাতন ঘাটের কাছেই শিউলি ফুলের গাছ
শুকিয়ে যাওয়া ফুলগুলো ঝরে পড়ে!
মনে হয় যেন তুমি এলে নগ্ন পদে-
শরীরের কোমল গন্ধে টের পাই তব উপস্থিতি,
জলের বুদবুদে দেহে রোমহর্ষক নেশা ছড়ায়,
আর মধ্যেমাঝে নিঝুম দিঘি তোলপাড় হয়,
তোমার আগমনে শিউলি যেন ফুল হয়ে ফোটে!