আইসিডিডিআর,বি পেল প্রথম বাংলাদেশী প্রধান

ডাঃ তাহমিদ আহমেদকে  গণস্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআরবি’র নতুন নির্বাহী পরিচালক করা হয়েছে।

তিনি প্রতিষ্ঠানের ৬০ বছরের ইতিহাসে এই পদে নিযুক্ত প্রথম বাংলাদেশী ।

আইসিডিডিআর-এর আন্তর্জাতিক বোর্ড অব ট্রাস্টিজ, পূর্বে আন্তর্জাতিক ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ নামে পরিচিত, তাকে এই নতুন পদে নিয়োগ দিয়েছে, গতকাল ১ অক্টবর,২০২০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তার নিয়োগ কার্যকর হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

তিনি ডঃ জন ক্লেম্যানসের উত্তরসূরি হবেন যিনি ২০১৩ সাল থেকে নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তাহমীদ ১৯৮৫ সালে আইসিডিডিআর-তে যোগদান করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করেছেন এবং ২০১৫ সালের ডিসেম্বর মাসে সংস্থার পুষ্টি ও ক্লিনিকাল সার্ভিস বিভাগে সিনিয়র ডিরেক্টর পদে নিযুক্ত হন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাম্বুলেটরি পেডিয়াট্রিক সমিতি, কমনওয়েলথ সোসাইটি ফর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন এবং ভারতীয় পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থা থেকে অনেক পুরষ্কার পেয়েছেন।

২০১৮ সালে, তাহমীদ ইসলামিক উন্নয়ন ব্যাংকের ট্রান্সফর্মার রোডশো পুরষ্কার জিতেছে।

তার নতুন ভূমিকার বিষয়ে তাহমিদ বলেছিলেন যে তিনি আইসিডিডিআর-বি এর প্রথম বাংলাদেশী নির্বাহী পরিচালক হতে পেরে গর্বিত,

“সারা বিশ্ব কাজ করছে ৪,০০০ কর্মীর একটি দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত এবং  এই সংগঠনটি আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *