চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৩ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রবিবার (২৮ জুলাই২০২৪ইং) বেলা ১২টায় রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জানান, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় দুই হাজার দুষ্কৃতিকারী রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় ভাংচুর করে।
মেয়র জানান, সহিংসতার সময় রসিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে তারা মারমুখী আচরণ করে। পরে নিরাপত্তাকর্মীরা সরে যায়।
রসিক মেয়রের ভাষ্যমতে, দুষ্কৃতিকারীরা শহরের ৬৪টি সিসিটিভি ক্যামেরা, শহরজুড়ে অবস্থিত ৩০ কিলোমিটারের ফাইবার অপটিক্যাল ক্যাবল, শাপলা চত্বরে স্থাপিত দুইটি এবং সিটি করপোরেশনের সামনে স্থাপিত একটি এলইডি টিভি, সিটি করপোরেশন কার্যালয়ের সামনে লাগানো প্রধানমন্ত্রীসহ মেয়রের ছবি, রংপুর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, নগরীর জাহাজ কোম্পানি মোড় এবং লালকুঠি মোড়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে দুটি এলইডি সাইনসহ আরো বেশ কিছু স্থাপনা ভাংচুর করা হয়েছে। সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত রাস্তার মাঝখানে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুটওভার ব্রিজের নিচে দুই পাশে অবস্থিত ডিভাইডার গ্রিল ও শাপলা চত্বরের গ্রিলও ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এতে করে সব মিলিয়ে সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
মেয়র বলেন, কোটা আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।