ইরানের তেল ট্যাংকারের বিরুদ্ধে আমেরিকার সামরিক হুমকি গ্রহণযোগ্য নয়- এমন মন্তব্য করেছে ভেনিজুয়েলা।
জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা বলেছেন, ইরানের ভেনিজুয়েলাগামী তেল ট্যাংকারগুলোকে আমেরিকা সামরিক হামলার হুমকি দিচ্ছে। তিনি এক টুইটার বার্তায় বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ইরান যে তেল ট্যাংকারগুলো ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছে সেগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ভেনিজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাংকারের গতিবিধি বাধাগ্রস্ত করার জন্য মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর কারাকাস এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
এর আগে ভেনিজুয়েলার যে দ্বীপে ইরানের তেল ট্যাংকারগুলোর নোঙর করার কথা রয়েছে সেখানে কারাকাস গতকাল ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে।