আম্ফানের প্রভাবে সৃষ্ট খালে জোয়ার-ভাটা, একদিন পর নদী থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার


সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সানার মরদেহ খোলপেটুয়া নদীতে ভাটার প্রবল স্রোতে ভেসে যাওয়ার ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে এলাকাবাসী।
শুক্রবার (১২ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আশাশুনির হাজরাখালী গ্রামের নজরুল সানার বাড়ির সামনে খোলপেটুয়া নদীর কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাইপো শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আব্দুস সামাদ সানা আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।
হাজরাখালি গ্রামের আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালিতে বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতের টানে একটি খাল সৃষ্টি হয়। নদীর বাঁধ এখনো সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিল। ওই খাল পার হওয়ার সময় ভাটার তীব্র টানে তার বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে আশাশুনির হাজরাখালী গ্রামের নজরুল সানার বাড়ির সামনে খোলপেটুয়া নদীর কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়।