ইশ্বরগঞ্জ উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

ইশ্বরগঞ্জ

ইশ্বরগঞ্জ

সারাদেশের ন্যায় বিএনপি-জামায়াতের গুজব ছড়ানো,মিথ্যাচার, সন্ত্রাসবাদী কর্মকান্ডে দেশ-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবানে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করেন।

২৮ শে অক্টোবর শনিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশকে উন্নত করছে।কিন্তু ধর্ম-ব্যবসায়ী জামায়াত শিবির,বিএনপির নেতা কর্মীদের দেশের এই উন্নয়ন ভালো লাগেনা। সেজন্য একের পর এক দেশে বিসৃঙ্খলা সৃষ্টি করে গুজব ছড়াচ্ছে।

তিনি এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

শান্তি সমাবেশে ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *