করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগের খুলছে না নিউমার্কেট, মৌচাক এবং আনারকলি মার্কেট।
শুক্রবার সন্ধ্যায় নিউমার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা আজও অনলাইনে মিটিং করেছি। অধিকাংশ দোকানদার দোকান না খোলার পক্ষে অবস্থান নিয়েছে। তাই ঈদ উপলক্ষে নিউমার্কেট খুলছে না।’
এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা সম্ভব না হওয়ায় মৌচাক ও আনারকলি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।’
এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার কথা রয়েছে। তবে এরমধ্যে বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার ঘোষণা এসেছে।