ময়মনসিংহের গৌরীপুরের সেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ বর্ষে পর্দাপন উপলক্ষে কেককাটা আলোচনা সভা ও বৃক্ষ রোপনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সংগঠনটির সিনিয়র সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকারের সভাপতিত্বে ও সদস্য সুপক রঞ্জন উকিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসো গৌরীপুর গড়ির সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, সদস্য আবুল বাসার রিপন, সুমন এস, অশোক কুমার সুমন, ফিরুজ আলম কিরন, হুমায়ুন কবীর, আব্দুর রাকিব সোহাগ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ আহমেদ, মাসুদ আলম ভূঁইয়া, মাহফুজুর রহমান, ফকরুল ইসলাম কাঞ্চনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোচনা শেষে কেককাটা মিষ্টিমুখ,করানোসহ একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তরের পাদদেশে বৃক্ষরোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।