কক্সবাজারে নতুন করোনা-পজিটিভ ৪৬ জন
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৭ মে) ২৮০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে। এর মধ্যে নতুন রয়েছেন ৪৬ জন। ১৮ জন পূর্বে শনাক্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকি ২১৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ মে) ‘পজিটিভ’ রিপোর্ট পাওয়া ৪৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় রয়েছে ৭ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৩ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ জন, বান্দরবান সদরে ২ জন, রুমা উপজেলায় ১ জন ও রোয়াংছড়িতে ১ জন।
এ নিয়ে কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা দাাঁড়ালো ৪৯২ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ২৯ জন।
তাছাড়া, আগে থেকেই করোনায় আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বুধবার চকরিয়া উপজেলার ১০ জন, রামুতে ২ জন এবং রোহিঙ্গা শরণার্থী ৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়।
২৭ মে পর্যন্ত উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো: চকরিয়া উপজেলায় ১৪৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৫ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩০ জন, উখিয়া উপজেলায় ৭৩ জন, টেকনাফ উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১১ জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরণার্থী ২৯জন।
কক্সবাজার জেলায় ইতোমধ্যে একজন মহিলাসহ মৃত্যুবরণ করেছেন ৭ জন করোনা রোগী। এখন পর্যন্ত মোট ৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।