করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বৃহস্পতিবার থেকে আইসোলেশনে ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, আনুমানিক ৬৫ বছর বয়সী মোরশেদুল আলমকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি জানান, মোরশেদুল আলম আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও একই পরিবারের এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া শুরু করেন।
মোরশেদুল আলম ছাড়া আক্রান্ত বাকিরা হলেন, এসআলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, এসআলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম ও ওসমান গণি এবং তাদের মধ্যে একজনের স্ত্রী।