চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) সুমন বর্ণিকসহ ১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
নতুন করে শনাক্ত হওয়া অন্যান্যদের মধ্যে তিনজন সাব-ইন্সপেক্টর ও নয়জন কনস্টেবল রয়েছেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা।
এ পর্যন্ত এই থানার সংস্পর্শে থাকা ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, গত ৬ জুন করোনা উপসর্গ নিয়ে এসআই ইকরামুল হক মারা যান। সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার নমুনায় করোনা পজিটিভ হয়।