করোনার মাঝে এসএসসি পরিক্ষার্থীদের মিললো কাঙ্ক্ষিত ফল

ফাইল ছবি

করোনার ক্রান্তিকালে দেশে কিছুটা হলেও বইলো স্বস্তির বাতাস। গত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার পর মার্চেই প্রভাব বিস্তার শুরু করে করোনা ভাইরাস । দীর্ঘ  ৮৪ দিন পর আজ রবিবার (৩১ মে) এসএসসির ফল প্রকাশে সস্তির নিশ্বাস নিচ্ছে শিক্ষার্থী-অভিভাবকরা।

প্রতি বছরের মতো এবারও পরিকল্পনা ছিল ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার। কিন্তু সব পরিকল্পনায় পানি ঢেলে দিলো মহামারি করোনা । আর যার কারণে ফল প্রত্যাশিত সবাইকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ৮৪ দিন।

এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। যা মোট শিক্ষার্থীর ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ০.৬৭ শতাংশ বেশি।

বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গতবছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন, এবছর তা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জনে।

শতকরা ৯১ দশমিক ৬৪ শতাংশ পাসের হার নিয়ে গতবারের মতো এবারও রাজশাহী বোর্ড রয়েছে সবার শীর্ষে, অন্যদিকে সর্বনিম্ন পাশের হার সিলেটে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের পাশের হার

বোর্ডের নাম পাসের হার
রাজশাহী ৯০.৩৭%
যশোর ৮৭.৩১%
কুমিল্লা ৮৫.২২%
চট্টগ্রাম ৮৪.৭৫%
দিনাজপুর ৮২.৭৩%
ঢাকা ৮২.৩৪%
ময়মনসিংহ ৮০.১৩%
বরিশাল ৭৯.৭০%
সিলেট ৭৮.৭৯%

 

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২.৫১% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০%।

এবছর অংশ নেয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৪০ হাজার ২৮ জন, এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন এবং ছাত্রী ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন।

পাসের দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে তুলনামূলক কিছুটা পিছিয়ে আছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।

পরীক্ষার ফলাফল নিয়ে কোনোরকম অভিযোগ থাকলে আগামী ১ থেকে ৭ জুন পর্যন্ত মুঠোফোন বার্তার (এসএমএস) মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 

 

 

 

 

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *