করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম।
সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেও চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা তেমন কোনো উপসর্গ নেই। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানায় বিশ্বস্তসূত্র।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম মর্নিং নিউজ বিডিকে বলেন, শনিবার নমুনা দিয়েছিলাম। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। পজিটিভ এলেও আমার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি।
আমার নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হয়েছে বলে জানায় এই রাজনীতিবিদ।