পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর উশৈসিং এর পর এবার করোনায় আক্রান্ত হলেন বান্দরবান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা।
বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা জানান, মঙ্গলবার বান্দরবান জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) রাতে কক্সবাজার মেডিকেল ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে তাঁর বাসভবনে আইসোলেশনে আছেন।
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী
উল্লেখ্য, ইতোমধ্যে বান্দরবানকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত এই পার্বত্য জেলায় মোট ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।