করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। পাশাপাশি তাঁর স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি,
এক মেয়ের জামাই, একান্ত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল ও বাসার ৩ গৃহকর্মীসহ মোট ১১ জন করোনা শনাক্ত হয়েছে।
তারা সকলেই চট্টগ্রাম নগরীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছে।
মোস্তাফিজুর রহমানের একান্ত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল মুঠোফোনে মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘শারীরিকভাবে
অসুস্থবোধ করলে গত ১ জুন এমপি মহোদয়সহ পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি’র নমুনা পরীক্ষার ফলাফলে
পরিবারের মোট ১১ জনের করোনা পজেটিভ আসে।’
চট্টগ্রাম সিভিল সার্জনের নির্দেশনা অনুসারে এমপি মহোদয় ও আক্রান্ত সবাই বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং এমপি মোস্তাফিজের সুস্থ
আছেন বলেও জানান এমপি’র এই একান্ত সহকারী।
বিশ্বস্ত সূত্র মতে, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের শুরু হতে ডায়াবেটিস রোগে আক্রান্ত সাংসদ মোস্তাফিজুর রহমান ঘরেই অবস্থান করছিলেন।