খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন (৭০) নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় উপসর্গ নিয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন, খুমেক হাসপাতালের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান ।
মিজানুর রহমান বলেন, জ্বর ও শাসকষ্ট নিয়ে রোববার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে আবুল হোসেনকে হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: চলে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ
প্রসঙ্গত, করোনাকালীন সময়ে খুলনায় ৪২ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান । এর মধ্যে ৪ জনের নমুনায় করোনায় পজিটিভ পাওয়া যায়।