করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক কর্মচারী মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হুমায়ন ভুঁইয়া নামের ওই কর্মচারী মারা যান। হুমায়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কর্মরত ছিলেন।
ফেনীর ছেলে হুমায়ন বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের পাশে একটি বাসায় থাকতেন। তার মরদেহ ফেনীর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে হুমায়নের শরীরে জ্বর ছিল বলে জানিয়েছেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
ডা. তৈয়ব জানান, ‘ভোরে ওই কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।’
চমেকে তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।