করোনাভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ায় করোনা রোগী সনাক্ত করতে প্রায় সাড়ে ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর জন্য পৃথক পিসিআর ল্যাব স্থাপনের চিন্তা করা হচ্ছে। উখিয়া টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা-সেবায় স্থাপিত ফিল্ড হাসপাতাল, করোনা-আক্রান্ত রোগীর চিকিৎসায় উখিয়া কলেজের দক্ষিণে জাদিমুড়া এলাকায় স্থাপিত নতুন কোভিড হাসপাতাল অথবা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তাবিত এই পিসিআর ল্যাব স্থাপন করা হবে।
বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে। করোনার স্যাম্পল টেস্টের জট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
তিনি আরও বলেন, প্রস্তাবিত এই পিসিআর ল্যাবটি স্থাপন করা হলে প্রয়োজনে সেই ল্যাবে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর করোনার স্যাম্পল টেস্টও সম্পৃক্ত করে দেওয়া যাবে।