চট্টগ্রামের কর্ণফুলী থানা শিকলবাহা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টো পাশ থেকে আসা একটি বালুবাহী পিকআপকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ৫ জন যাত্রী আহত হয়েছে।
রবিববার (২১ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খাদে পরা বাসটির গাড়ির নম্বর: গাজীপুর-জ-০৪-০১৫ বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আরমান জানান, দুপুর দেড়টার দিকে মান্নান এক্সপ্রেস নামের একটি বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় উল্টো দিক হতে আসা একটি বালুবোঝাই গাড়ি ও একটি পিকআপকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দুইজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি।
নিহতের কারো পরিচয় জানা যায়নি বলেও জানায় পুলিশ উপ-পরিদর্শক জাহিদুল।