কিট সমস্যার কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) করোনা পরীক্ষায় যেতে পারেনি। চবি ল্যাবে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের কিটগুলো
‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় করোনা পরীক্ষা শুরু করতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিষয়টি মর্নিং নিউজ বিডিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কিটগুলো ত্রুটিপূর্ণ। আমরা সেগুলো ফেরত পাঠাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফিরতি কিট
পাঠালে আবার পরীক্ষা শুরু হবে।’
সংশ্লিষ্টসূত্র জানায়, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবার হাটহাজারী ও রাউজান থেকে চবি ল্যাবে নমুনা পাঠানো হয়। সংগ্রহকৃত নমুনা
নিয়ে পরীক্ষার সময় ফলাফলে ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষকরা কিটে ত্রুটি থাকার প্রমাণ পেয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো
এসব কিট দিয়ে পরীক্ষা না করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সোমবার (১ জুন) বিকেলে চবি জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সে এই ল্যাব উদ্বোধন করেছিলেন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।