কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৭ জনকে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার পৌর এলাকার নিউমার্কেটের বিপনী বিতানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, যে ব্যবসায়ী ও পথচারী স্বাস্থ্যবিধি মানবেন না তাদের জরিমানাসহ তাদের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান এক মাসের জন্য লক ডাউন করে দেওয়া হবে। ইতোমধ্যে এ অপরাধে কয়েকটি দোকানকে লক ডাউন করা হয়েছে । পথচারীদের যাদের মুখে মাস্ক নেই তাদের জরিমানা করা হচ্ছে। উপজেলার সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন দৃষ্টি রাখছে। কোথাও এর কোন ব্যতয় ঘটলে আমরা সাথে সাথে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করছি।