ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে কুষ্টিয়ার বটতৈল সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কুষ্টিয়া জেলার খোকসা, কুমাখালীসহ সিংহভাগ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। প্রায় ৪২ ঘণ্টা পর আবার বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। তবে বিদ্যুৎ মিলবে রেশনিং পদ্ধতিতে।
কুমারখালী পল্লিবিদ্যুতের জোনাল অফিস বলছে, বুধবার সন্ধ্যায় জাতীয় গ্রীডের বটতৈল সাবস্টেশনে আগুন লেগে একটি পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যায়। অপর আরেকটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় কুমারখালী ও খোকসা উপজেলার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।
এই দুই উপজেলার প্রায় লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার রাত-অব্দি কুষ্টিয়ার বটতৈল সাবস্টেশনে পুড়ে যাওয়া বিদ্যুতের ট্রান্সফরমার মেরামত কাজ চলছিল। সে কারণে বটতৈল সাবস্টেশন থেকে বিদ্যুৎ প্রদান করা সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু হওয়ার কিছু সময় আগে বটতৈল সাবস্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুর আড়াইটা-অব্দি প্রায় ৪২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে চরম বিপর্যয় নেমে আসে। বন্ধ হয়ে যায় জরুরি চিকিৎসা, কলকারখানাগুলোও বন্ধ হয়ে যায়।
সবর্শেষ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মিরপুর সাবস্টেশনের মাধ্যমে খোকসা উপজেলা সদর এবং কুমারখালি উপজেলা ফরিদপুর জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে অধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করেছে। এখন রেশনিং পদ্ধতিতে দুই ঘণ্টা পর এক ঘণ্ন্টা বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানা গেছে।