কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের ভুখন্ডে অবৈধ অনুপ্রবেশের অপরাধে এক বাংলাদেশি যুবককে আটকের ১০ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার (২২ জুন) সকাল ১০ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা যায়।
ওই সীমান্তের আবু সায়েদ আলী জানান, গত রোববার (২১ জুন) গভীর রাতে সীমান্তের আন্তর্জাতিক ৯২৯ মেইন পিলারের পাশ দিয়ে রাতের অন্ধকারে ভুলে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় ঢুকে পড়ে গোরকমন্ডল গ্রামের শাহ আলম আলী (২২)। এ সময় টহলরত খারিদাহরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে হাতে নাতে আটক করেন।
এ খবর গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে পৌঁছে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে চিঠি চালাচালি হলে ১০ ঘন্টা পর সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নের্তৃত্ব দেন খারিদাহরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার। আটক বাংলাদেশি যুবক হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে ।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবকের বিরুদ্ধ মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।