বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় ঝিনাইদহ জেলা ছাত্র দলের আয়োজনে শহরের গীতাঞ্জলি সড়কে তাদের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্র দলের সহ-সভাপতি মো. মেহেদী হাসন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, মরহুম মসিউর রহমানের ও কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা: ইব্রাহীম রহমান বাবুর পক্ষে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক চান মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসলাম, সহ- সাধারণ সম্পাদক মতিয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক আলামিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাহিদ হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিকু আহম্মেদ, সহ-সভাপতি মোঃ মতিন হোসেন, কেসি কলেজ ছাত্রদলের হিমেল হাসান, ছাত্রনেতা খোরশেদ, মোহন, সবুজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।