খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন-কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এর ফলে উপকারভোগীরা যেমন ঘরে বসে লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাজ করতে পারবেন, তেমনি সব আগ্নেয়াস্ত্রের একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজে এসব আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয় তদারকি করতে পারবেন।
সব জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা থেকে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন-কক্ষ থেকে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
আরও পড়ুন: আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’
এছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপকারভোগীদের মধ্যে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করেন।
প্রসঙ্গত, খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স ২ হাজার ৫৬১টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭৭টি আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করা হবে।