খুলনায় গোরু চরানোকে কেন্দ্র করে দুই খুন

খুলনার দাকোপে বাজুয়ায় গোরু চরানোকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটে। বাজুয়া এস এন কলেজের মাঠে গোরু চরানোর জেরে নীল উৎপল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একলাবাসী ইমন হোসেন (১৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে,পরে হাসপাতালে তারও মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে বজুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উৎপল ওই গ্রামের সুকুমারের ছেলে। হত্যাকারী ইমন তার প্রতিবেশী। ইমনের বাবার নাম বাদল হোসেন।

উৎপলের স্বজনদের অভিযোগ করে জানান, সকালে ইমন বাড়ি এসে উৎপলকে ঘুম থেকে তুলে পেটে ছুরি মেরে দেয়। এতে তার মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহত উৎপলের বাবা বাজুয়া এসএন কলেজের সহকারী লাইব্রেরিয়ান। সোমবার (৮ জুন) বিকেলে হত্যাকারী ইমনের বাবা ওই কলেজের মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় উৎপলের বাবা তাকে বকাবকি করেছিলেন। বলেছিলেন মাঠে গোরু চরালে মলত্যাগ করে, মাঠ নষ্ট হয় ইত্যাদি। মঙ্গলবার সকালে এ ব্যাপারে বিচার বসার কথা ছিল। তবে সেটা হয়নি। কিছুক্ষণ পরে ইমন একটি ছুরি নিয়ে এসে উৎপলের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে উৎপলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারী ইমনকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাইফুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে আনা হয় । কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *