খেলার মাঠের দাবিতে বেনাপোলে মানববন্ধন

মাদক চাই না, খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার’ এই স্লোগানকে সামনে নিয়ে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বড় আঁচড়া গ্রামবাসী। শনিবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি আগে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেয়ার আশ্বাস দেয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো খেলার মাঠ ফিরিয়ে না দেয়ায় বর্তমান প্রজন্ম কোন খেলাধূলা করতে না পেরে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

অতি সত্ত্বর যদি এখানে একটি খেলার মাঠ না দেয়া হয়, তাহলে বর্তমান প্রজন্ম আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বেনাপোলবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *