গাজীপুর সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ড এর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মাসউদুল হাসান বিল্লাল এর বাসায় বোমা ও সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে মাসউদুল হাসান বিল্লাল বলেন, আজ বিকেলে নৌকা সমর্থকদের একটি মিছিল তার বাড়ির সামনেনে দিয়ে যাওয়ার সময় তার বাড়িতে বোমা হামলা ও আগুন ধড়িয়ে দেয়।
উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ট্রাক মার্কার পক্ষে সমর্থন দিয়েছিলেন তিনি। এই কারনেই তার বাসায় এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মাসউদুল হাসান বিল্লাল। এই ঘটনার প্রতিবাদে টংগীর বনমালা রোড অবরোধ করে রেখেছে এলাকাবাসী।