বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে একজন পল্লিচিকিৎসকের দোকানে থাকা বিভিন্ন মালামাল, ঔষধ ও নগদ অর্থ– সব পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা ।
শুক্রবার (৫ মে) রাত পৌনে ১টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীর-বাজারের পল্লিচিকিৎসক সুলতানের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে গুরুদাসপুর উপজেলার বীর-বাজারের পল্লিচিকিৎসক সুলতানের দোকানে আগুন লাগে। এ সময় তার দোকানে থাকা বিভিন্ন মালামাল ঔষধ ও নগদ অর্থ আগুনের পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতির পরিমাণ প্রায় আট লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। দরিদ্র পরিবারের স্বপ্ন ছিল এই দোকান থেকেই সমৃদ্ধি আসবে তাদের। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যেই সব ধুলিস্মাৎ হয়ে গেল।