গৌরীপুরে বালুয়াপাড়া মোড়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার বিশাল নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর বৃহস্পতিবার(৪জানুয়ারী) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ড বালুয়াপাড়া মোড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সোমনাথ সাহার ট্রাক প্রতীকের এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মুল্যবান বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ আসনের জনসমর্থিত এমপি প্রার্থী সোমনাথ সাহা। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর সরকারী কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ রাসিক, সংকর ঘোষ পিলু ও ৭, ৮এবং ৯নংওয়ার্ডের জনতার একাংশ উপস্থিত ছিলেন।