চকরিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, স্বামী আটক


কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে সানজিদা বেগম (১৯) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা
করেছে তার স্বামী। পরে ঘাতক স্বামী ছাদেককে আটক করে পুলিশ।
করেছে তার স্বামী। পরে ঘাতক স্বামী ছাদেককে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দরগাহ পাড়ায় এলাকায় স্ত্রী হত্যার
এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনাটি ঘটেছে।
নিহত সানজিদার পরিবারের সূত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে ভালোবাসা করে বিয়ে করেন বরইতলীর দরগাহ এলাকার
মোঃ ছাদেকের সাথে। এরপর তাদের সংসারে এক সন্তান জন্ম নেয়। এর মধ্যে সানজিদার স্বামী মোঃ ছাদেক পরকিয়া প্রেমে
জড়িয়ে পড়ে। এরপর থেকে সানজিদার উপর নির্যাতন করতেন বলে গৃহবধুর বাবার বাড়ীর লোকজন পরিবার অভিযোগ
করেন। নির্যাতনের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে বিদ্যুতের শর্ট সার্কিটে সানজিদার মৃত্যু হয়েছে বলে শ্বশুড় বাড়ি থেকে
আমাদেরকে খবর দেওয়া হয়েছে।
মোঃ ছাদেকের সাথে। এরপর তাদের সংসারে এক সন্তান জন্ম নেয়। এর মধ্যে সানজিদার স্বামী মোঃ ছাদেক পরকিয়া প্রেমে
জড়িয়ে পড়ে। এরপর থেকে সানজিদার উপর নির্যাতন করতেন বলে গৃহবধুর বাবার বাড়ীর লোকজন পরিবার অভিযোগ
করেন। নির্যাতনের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে বিদ্যুতের শর্ট সার্কিটে সানজিদার মৃত্যু হয়েছে বলে শ্বশুড় বাড়ি থেকে
আমাদেরকে খবর দেওয়া হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক স্বামী
ছাদেক কে আটক করা হয়েছে বলে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক স্বামী
ছাদেক কে আটক করা হয়েছে বলে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।