চট্টগ্রামের ফটিকছড়িতে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটে সার্ভেয়ার মফিজুল আলম মুন্সির (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মফিজুল সুন্দরপুর এককুলিয়ার গ্রামের মনিরুজ্জামান মাস্টারের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।