চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চট্টগ্রামে পাচারের সময় লোহাগাড়ায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজা মহাসড়কের চুনতির জঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলেন- কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া মংখালী এলাকার আবদুল গফুরের ছেলে জয়নুল উদ্দিন (১৮) ও সদর উপজেলার খুরুশখুল এলাকার কালু মিয়ার ছেলে কলিম উল্লাহ (৩৭)।
লোহাগাড়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে চুনতি জঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার গ্রেফতার মাদক ব্যবসায়ীদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম।