লাইসেন্স ছাড়া ওষুধ সংরক্ষণ, অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের অপরাধে চট্টগ্রাম নগরের তিন ফার্মেসীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে নগরীর আকবর শাহ থানার কর্নেল জোন্স রোডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে এ তিন ফার্মেসীকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
বিশ্বস্তসূত্রে জানা যায় অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের দায়ে মক্কা ফার্মেসীকে ২০ হাজার টাকা, বিনা লাইসেন্সে ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে আগমনী ফার্মেসীকে ৪০ হাজার টাকা এবং গ্রামীণ ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘নগরের আকবর শাহ এলাকায় তিন ওষুধের দোকানে বিভিন্ন অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।’