বেলাল উদ্দিন: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫, দুটোই বেড়েছে।
রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এইসব তথ্য জানান।
তিনি আরও জানায়, গতবছর এসএসসিতে আমাদের পাসের হার ছিলো ৭৮ দশমিক ১১ শতাংশ। এবার তা ৬ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৭৫ শতাংশতে উন্নীত হয়েছে।
‘গতবছর আমাদের বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজার ৩৯৩ জন। এবার তা ১ হাজার ৬১৫ জন বেড়ে ৯ হাজার ৮ জন জিপিএ-৫ পেয়েছেন বলে জানান নারায়ন চন্দ্র নাথ।