চট্টগ্রাম মহানগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ জুন) মো. রফিক আহমেদ (৫২) নামের এই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
আটক মো. রফিক আহমেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার মো. ফজল আহমদের ছেলে বলে জানায় র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশেকুর রহমান বলেন, রফিক আহমেদ নিজের মালিকানাধীন পিকআপ নিজে চালিয়ে ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিমতলা বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পিকআপে কৌশলে লুকানো ৩০ হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তিনি গাড়িটি ইয়াবা বহনের জন্যই কিনেছেন এবং কৌশল হিসেবে নিজেই গাড়ি চালান বলে জানান এই পুলিশ সুপার।