চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ও নার্সদের জন্য ৫০০ সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন দ্য ফরেন ইনভেস্টারস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)।
বুধবার (৩ জুন) দুপুরে এফআইসিসিআই’র প্রতিনিধি হিসেবে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফি চৌধুরী এলিমের কাছ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এসব পিপিই গ্রহণ করেন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সুজত পাল, বারাকা গ্রুপের জ্যেষ্ঠ উপ-মহাব্যববস্থাপক থান শরীফ রায়হান, উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।