করোনার হটস্পট চট্টগ্রামে নমুনা সংগ্রহের নতুন টেস্টিং বুথ উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)।
বুধবার (৩ জুন) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দপ্তরে এক প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কর্নেলহাট করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিআইডিতে, প্রেসক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজে করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।
চসিক প্রাথমিকভাবে ৬টি এবং পরে আরও ৬টি টেস্টিং বুথ বসানোর উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্র্যাকের সহায়তায় এ কার্যক্রম চালু করতে যাচ্ছে।