চট্টগ্রাম নগরের চাক্তাই খালের ভাঙার পোল এলাকায় গোসল করার সময় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে আমির হাজি সড়কের মিয়া সওদাগরের ভবনের পাশ থেকে মো. রুবেল নামের (২৫) ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
লামারবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান,’ দুপুরে গোসল করার সময় রুবেল খালে নিখোঁজ হলে খবর পেয়ে লামারবাজার স্টেশনের একটি দল ও আগ্রাবাদ বিভাগীয় অফিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। ডুবুরিরা অল্প সময়ের মধ্যে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।’
স্থানীয় লোকজনের মতে ওই তরুণের মানসিক সমস্যা রয়েছে। মরদেহটি উদ্ধারের পর পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।