বাগেরহাটে চিতলমারীতে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯মে) সকাল ১১টায় উপজেলা মোড় ইউ’পি চেয়ারম্যান নিজাম উদ্দিনে বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান এর সভাপতিত্বে, এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দীন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পিএস মোঃ ফিরোজুল ইসলাম। বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল। উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, ইউ’পি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, শেখ বাদশা মিয়া, মাসুদ সরদার, অলিউজজামান জুয়েল খলিফা, কাজী আবু শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
সভায় বক্তারা চিতলমারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমপি শেখ হেলাল উদ্দীনে মনোনীত চেয়ারম্যন পদপ্রার্থী হলো অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতীক ও শেখ মাহতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রতীক । এই দুই প্রতীককে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। মনে রাখবেন এই বার্তা এমপি শেখ হেলাল উদ্দীনে।অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চিতলমারী উন্নয়নে অগ্রযাত্রাকে সামনে দিকে এগিয়ে নিতে অশোক কুমার বড়াল ও মাহাতাবুজ্জামানের বিকল্প নাই। মোটরসাইকেল ও তালা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন। সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়।