চিতলমারীতে ইউনিসেফ বাস্তবায়নে কিশোর স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে মাল্টি স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা, আরও বক্তব্য রাখেন, বাগেরহাটে সহকারী পরিচালক (সিসি)বিএম দীন মোহাম্মদ, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু ইসানুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা মা ও শিশুর সহায়তা সমন্বয়কারী মিঠুন কুমার রায়, দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, শিক্ষক নির্মল কুমার শিকদার প্রমুখ। এ সভায় উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার মোঃ আসাদুজ্জামানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ আল ইমরান। বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *