জমে উঠেছে ষষ্ঠ বারে মতো দ্বিতীয় ধাপের বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে লড়াই হবে হাড্ডা হাড্ডি। প্রার্থীরা সকাল থেকে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন পথসভা, উঠান বৈঠকসহ ভোট চাওয়ার নানা কৌশল ও প্রচার প্রচারণা। ২১শে মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে চলছে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ।
এ উপজেলা রয়েছে ৭টি ইউনিয়ন এবং ৪০টি ভোট কেন্দ্র। মোট ভোটারে সংখ্যা ১লক্ষ ২০হাজার ৯’শ ৪৯জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলার আওয়ামীলীগ সহ-সভাপতি অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতীক। তার প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী দোয়াত কলম প্রতীক। এখানে অশোক কুমার বড়াল এর পক্ষে মোটরসাইকেল প্রতীকে ভোট চাইছেন চিতলমারী উপজেলার আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠন।