চিতলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া,  প্রচার-প্রচারণা তুঙ্গে

 

সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থী ও সমর্থকরা ইতিমধ্যেই প্রচার – প্রচারণার জন্য ভোটারদের দ্বারে দ্বারে দোয়া- আর্শীবাদ ও কুশালাদী বিনিময় করছেন। তারই ধারা বাহিকতায় মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল মটর সাইকেল প্রতীক ও ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান তালা প্রতীকের কর্মী সমর্থক নিয়ে দিন ব্যপি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারসহ আসপাশের এলাকার নারী পুরুষের কাছে মটর সাইকেল ও তালা প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় কর্মী সমর্থকরা আওয়াজ তুলে শ্লোগানে বলেন, “মটর সাইকেল তালা ২১ তারিখ নির্বাচনে ভোট দেবেন সারাবেলা”।

এ সময় পথ সভায় বক্তব্য রাখেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হরেন্দ্র নাথ শিকদার ও সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মল্লিক রেজাউল করীম। প্রচার- প্রচারণায় সাথে ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *