বিশিষ্ট শিল্পপতি মরহুম হাজী সাইদুর রহমানের কবর জিয়ারত,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। শুক্রবার (৫জুন) দিনব্যাপী বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। এ আয়োজন উপলক্ষে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন মহোদয় মরহুম হাজী সাইদুর রহমানের কবর জিয়ারত , দোয়া ও দুপুরে খাবারে অংশ গ্রহণে কথা ছিল বলে, নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী নিশ্চিত করেন। বিষয়টি উপজেলা পর্যায়ে সকলে মধ্যে অবহিত হলে, উপজেলা বিভিন্ন এলাকায় থেকে শত শত লোক চিংগড়ী ও রহমতপুর এলাকায় জড়ো হতে লাগে। তারা সড়কে দুই পাশ দিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে জননেতা শেখ হেলাল উদ্দীন মহোদয়কে বরণ করার জন্য । কিন্তু অর্ণিবার্য কারণ বশত তিনি আসেননি।
এ ব্যপারে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম বিপ্লব সাংবাদিক দের জানান, ব্যসতোতার কারণে মাননীয় এমপি মহোদয় আসতে পারেনি পরবর্তী সময় আসবেন।