চিতলমারীতে কৃষকদের মাঝে বোরো ধান বিতরণ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষকদের রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড জাত)বীজ সহায়তা বাবদ প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ বিতরণে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায়  উপজেলা কৃষি অফিস চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ আজমল হোসেন, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলী, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা পল্লী দারিদ্র উন্নয়ন কর্মসংস্থান অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অপূর্ব দাস প্রমুখ।উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ  মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের জানান, এ বছর উপজেলা ৭টি ইউনিয়নে ৮ হাজার কৃষকদের জনপ্রতি ২ কেজি করে ১৬হাজার কেজি বোরো ধান বিনামূল্যে বিতরণ করা হয় ।এর মধ্যে  বড়বাড়িয়া ইউনিয়নে চৌদ্দশ চল্লিশ, কলাতলা এক হাজার দশ,হিজলা এক হাজার তিরিশ,শিবপুর ছয়শ চল্লিশ ,চিতলমারী দুইহাজার চারশ সত্তর ,চরবানিয়ারী ছয়শ ষাট ,সন্তোষপুর সাতশ ৫০ জন কৃষককে দুই কেজি করে বোরোধান বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *