চিতলমারীতে কোডেক আয়োজিত সিসিএ প্রজেক্ট এর কৃষক মাঠ দিবস

জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি ব্যবহার করে সবুজ জীবিকায়নকে মানুষের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে স্ট্রমী ফাউন্ডেশন এর সহায়তায় ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্ট বাগেরহাটে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি)সকাল ১১টায় উপজেলা লক্ষীপুর ইউ’পি সদস্য বিষ্ণুপদ বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ শিকদার। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন প্রজেক্টের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী পরিবারে সদস্যরা এবং  ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন প্রজেক্টের কর্মকর্তারা। তারা তাদের কর্ম পদ্ধতি ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শেষে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রদর্শনী প্লট প্রদর্শন করেন। উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরে সিসিএ টিম খুবই আনন্দিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *