বাগেরহাটের চিতলমারী সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন ছাত্র- ছাত্রীদের মাঝে ১টি করে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৫জুলাই)দুপুর ১২টায় উপজেলা এনজিও সংস্থা কোডেক এর সহায়তায় এ বৃক্ষ চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, কো-অর্ডিনেটর এসো শিখি কোডেক গোলাম মোস্তফা, সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কল্যাণী রানী বাড়ৈ, সহকারী শিক্ষক লিলি মজুমদার, জাকিয়া খানম, কাবেরী দেবনাথ, আরিফা সুলতানা সহ আরও অনেকে।শিক্ষার্থীদের চারা বিতরণ পর বিদ্যালয়ে প্রাঙ্গণে ২০টি ফলজ চারা রোপণ করা হয়।