“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলা দেশ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেয়া হয়েছে। বুধবার (৩১জুলাই)সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনে সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী,তিনি বলেন,কারেন্ট জাল পানির স্রোত থামিয়ে দেয়।মাছের প্রধান শত্রু।চিতলমারীতে যেন কোন কারেন্ট জাল না থাকে।সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন, ইউ’পি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, অলিউজ্জামান জুয়েল খলিফা, কাজী আবু শাহীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ। আয়োজন উপজেলা মৎস্য অফিস উদযাপন কমিটি।আলোচনা শেষে মৎস্য চাষীদের সভাপতিদের পুরস্কার বিতরণে মধ্যদিয়ে শেষ হয়।