চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস ২০২৪ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, সংশ্লিষ্ঠ নেতৃবৃন্দ ও উদ্যোক্তা নারী-পুরুষ। আলোচনা সভা শেষে, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী যুব উন্নয়ন ঋণের চেক, সনদপত্র ও  প্রশিক্ষার্থীদের যাতায়াত ভাতা প্রদান করেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *