নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার, এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাট চিতলমারীতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ ওয়াকাথন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারী)বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, মৎস্য অফিসার শেখ মোঃ আসাদুল্লাহ, প্রকৌশলী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসারসহ আরও অনেকে। এ সময় ৩৪জন প্রতিবন্ধীকে ৭টি উহুল চেয়ার ও প্রতিবন্ধী কার্ড দেয়া হয়েছে।
চিতলমারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
